সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবি লাভ বাংলাদেশ পার্টির

দেশে চলমান রাজনীতির নামে সন্ত্রাস, চাঁদাবাজি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে লাভ বাংলাদেশ পার্টি।

১ মার্চ, শনিবার কাজির দেউড়ি দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার আহবান জানিয়ে
প্রেস ব্রিফিংয়ে পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী বলেন, স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও জনগণ এখনো প্রকৃত স্বাধীনতার সুফল পাচ্ছে না। কিছু স্বার্থান্বেষী মহল জনগণের অধিকার হরণ করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জুলুম, নির্যাতন ও সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। এ অবস্থার অবসান ঘটিয়ে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগকে দেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামের মাইলফলক হিসেবে উল্লেখ করেন।প্রেসিডেন্ট বলেন, তাদের রক্ত বৃথা যেতে পারে না। দেশের মানুষের মুক্তি না আসা পর্যন্ত এই সংগ্রাম চলবে।

দেশের ভবিষ্যৎ তরুণদের হাতে উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রজন্ম এখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, যা আশার আলো দেখাচ্ছে। নতুন ছাত্র সংগঠনের উত্থানকে স্বাগত জানিয়ে বলেন, এই তরুণরাই একদিন দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে।

প্রেস ব্রিফিংয়ে লাভ বাংলাদেশ পার্টি ছয় দফা দাবি উত্থাপন করেন—
১. রাজনৈতিক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ২. বেকার ও বয়স্কদের জন্য রাষ্ট্রীয় সহায়তা, শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান ও মৌলিক চাহিদা (অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা) বিনামূল্যে প্রদান করতে হবে। ৩. সরকারি-বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে ঘুষ ও দুর্নীতি বন্ধ করতে হবে। ৪. রাজনৈতিক দলগুলোকে সহিংসতা, চাঁদাবাজি ও পেশীশক্তি প্রদর্শন থেকে বিরত থাকতে হবে। ৫. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। ৬. রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

চট্টগ্রাম মহানগর সভাপতি আব্দুল্লাহ মজুমদারের সঞ্চালনায় এবং আইন উপদেষ্টা অ্যাডভোকেট আলমের পৃষ্ঠপোষকতায় প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন— মাই টিভির ব্যুরো প্রধান নরুল কবির চৌধুরী,দৈনিক আমাদের চট্টগ্রামের চিফ রিপোর্টার মুনির চৌধুরী, সহসম্পাদক আ. ন. ম. তাজওয়ার আলম, লাভ বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় নেতা সেলিম, জেলা সভাপতি নূর মুহাম্মদ, নগর সেক্রেটারি জালাল

মিজানুর রহমান আরো বলেন, “দেশের মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারকে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা জনগণের পক্ষে আছি এবং থাকব।”
“লাভ বাংলাদেশ, বাংলাদেশকে ভালোবাসি” স্লোগানে উদ্দীপ্ত হয়ে রাজনৈতিক সন্ত্রাস ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে দলের অবস্থান থাকবে এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

 

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram