ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন ডিসেম্বর মাসকেই নির্বাচনের জন্য নির্ধারণ করে সমস্ত প্রস্তুতি গ্রহণ করছে। তিনি আরও জানান, শুধু জাতীয় নির্বাচন নিয়েই কাজ চলছে এবং অন্যান্য কোনও প্রস্তুতি নেই।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইউএনডিপি ও অন্যান্য ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠক করেন নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে নির্বাচন কমিশনার তাঁর বক্তব্যে কমিশনের অবস্থান পরিষ্কার করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বর এক বক্তব্যে বলেছিলেন, অল্প কিছু সংস্কারসহ নির্বাচনের পথে চললে, রাজনৈতিক মতৈক্য হলে ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ নির্বাচন করা সম্ভব; আর যদি আরও কিছু সংস্কারের সুযোগ থাকে, তবে ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন হতে পারে।”

এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আমরা ডিসেম্বরকেই লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমাদের একমাত্র প্রস্তুতি হচ্ছে জাতীয় নির্বাচন। তবে যদি সরকার স্থানীয় নির্বাচন করতে চায়, তাহলে ইসি সে বিষয়ে পর্যালোচনা করে দেখতে পারে।”

তিনি আরও বলেন, “অতীতে দেখেছি, পাঁচ স্তরের স্থানীয় নির্বাচন পরিচালনার জন্য প্রায় এক বছর সময় প্রয়োজন। আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বেশ কিছু অংশ এখনও কার্যকর রয়েছে। তবে, সময়সীমা নির্ধারণ করা কঠিন। আমরা আশা করি, সরকার আমাদের সময়সীমা বিবেচনা করে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেবে।”

এদিকে, বেলা ১১টায়, কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইউএনডিপির প্রতিনিধিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা বৈঠকে মিলিত হন।

এ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররা।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram