চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২৫। আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব) আয়োজিত চার দিনব্যাপী এই মেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার দুপুরে নাছিরাবাদ রিহ্যাবের চট্টগ্রাম রিজিওনাল অফিসে মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
দেলোয়ার হোসেন বলেন, আমরা শুধু মাথা গোঁজার ঠাঁই তৈরি করছি না। অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখছি। সরকারের রাজস্ব আয়, কর্মসংস্থান, রড, সিমেন্ট, টাইলসসহ ২০০ এর অধিক লিংকেজ শিল্প প্রসারের মাধ্যমে সমগ্র নির্মাণ খাত জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে রিহ্যাব।
তিনি আরো বলেন, এবারের চট্টগ্রাম ফেয়ারে ৪২টি স্টল থাকছে। এই ফেয়ারে রিহ্যাব সদস্যদের মধ্যে আমরা ২টি গোল্ড স্পন্সর, ১৪টি কো-স্পন্সর সহ আরও ১৬ টি রিয়েল এস্টেট কোম্পানি এবং ৫ টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ৫ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে পেরেছি। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে পূর্বাচল প্রবাসী পল্লী লি. ও উইকন প্রপার্টিজ লি.।
এবারের মেলায় ৫০ টাকার টিকেটে ১ বার ও ১০০ টাকার টিকেটে ৪ বার প্রবেশ করা যাবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির পরিচালক ও কো-চেয়ারম্যান-১ মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, মিসেস সারিস্থ বিনতে নূর, নূর উদ্দিন আহাম্মদ,জনাব মোহাম্মদ মাঈনুল হাসানসহ ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্যরা।