নজুমিয়াহাটে মানববন্ধনে হামলার ঘটনায় বিচার দাবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট এলাকায় অবস্থিত বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা চালানোর ঘটনায় বিচার দাবি করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত।

সোমবার, চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

লিখিত বক্তব্যে, সংগঠনের আহ্বায়ক এম ইব্রাহীম আখতারী বলেন, “বিগত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর, একটি দুষ্টচক্র অবৈধভাবে মাদ্রাসায় প্রবেশ করে একাধিকবার হামলা চালানোর চেষ্টা করে। তারা মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীনকে পদত্যাগে বাধ্য করে এবং মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের শারীরিকভাবে আঘাত করতে চেয়েছিল।”

তিনি আরও বলেন, “এ চক্রটি ৬ ফেব্রুয়ারি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষের বিরুদ্ধে অবাঞ্ছিত প্রচারপত্র প্রকাশ ও কুরুচিপূর্ণ শ্লোগান দেয় এবং মাদ্রাসায় অনুপ্রবেশ করে। অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষকদের ওপর শারীরিক আক্রমণ চালানো হয়।”

এ ঘটনায় প্রতিবাদ হিসেবে, ৯ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ১০টায় নজুমিয়া হাট চত্বরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শুরু হতেই, একদল চিহ্নিত সন্ত্রাসী হামলা চালায় এবং গুলি বর্ষণ শুরু করে। এতে ২ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। হামলাকারীরা পরে পালিয়ে যায়, তবে তারা থেমে থাকেনি। একই দিন বিকেলে মাদ্রাসা ক্যাম্পাসে অনুপ্রবেশ করে অধ্যক্ষের অফিসে তালা লাগিয়ে দেয়।

সংগঠনের আহ্বায়ক জানান, এই ঘটনার পর থেকে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ কারণে তারা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছেন।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram