চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকার বলুয়ারদীঘির পশ্চিম পাড়ে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৬টা ৪০ মিনিটে জাফর সওদাগর কলোনির একটি বাড়িতে আগুন লেগে এই প্রাণঘাতী ঘটনা ঘটে।
বাড়ির বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস (৫২) এবং তার স্ত্রী পারভিন আক্তার (৪৫) এই আগুনে নিহত হন। ইলিয়াস পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। ঘটনার সময় তাদের ছেলে শাহীন (২১), মেয়ে সোহান (১৯), এবং নিকটাত্মীয় ফয়সাল (৩৫) আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়া ধারণা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে ওই বাড়ির পাঁচটি কক্ষ পুরোপুরি পুড়ে যায়, এবং প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, আগুন নিয়ন্ত্রণে আসার পর ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে, ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে যে ঘটনাস্থল থেকে ৫ জনকে উদ্ধার করা হয়, যার মধ্যে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মর্মান্তিক এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।