logo
আ.লীগের গুন্ডাবাহিনী ধৃষ্টতা দেখাচ্ছে: সমন্বয়ক রাসেল
সংবাদ প্রকাশিত:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ অভিযোগ করেন যে, আওয়ামী লীগের গুন্ডাবাহিনী হামলার ধৃষ্টতা দেখাচ্ছে। তিনি বলেন, “গত পরশুদিন আওয়ামী লীগের গুন্ডাবাহিনী আমাদের ওপর হামলা চালিয়েছে, আর পরদিন গাজীপুরে আমাদের ভাইদের ওপর আবারও হামলা করেছে।”

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।

রাসেল আহমেদ আরও বলেন, “আমাদের ভাইয়েরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আওয়ামী লীগের এই ধৃষ্টতা শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফল। এ সরকার তাদের দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ।” তিনি দাবি করেন, গত ছয় মাসে বারবার সরকারকে বিচার প্রক্রিয়া শুরুর আহ্বান জানানো হলেও তারা কিছুই করেনি।

গাজীপুরে ছাত্রদের ওপর হামলা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের গুন্ডারা ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা চট্টগ্রামে ঝটিকা মিছিল করছে। আমরা সন্দেহ করছি যে, পুলিশ প্রশাসনের কিছু সদস্য এদের ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে। এসব সন্ত্রাসীকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা উচিত।”

“আমরা চাই, এই সরকার আর নীরবতা পালন না করে। যাদের রক্তের বিনিময়ে এ সরকার ক্ষমতায় এসেছে, তাদের প্রতি বেইমানি না করতে যেন তারা সচেতন থাকে,” তিনি বলেন।

এদিকে, সমাবেশে অন্যান্য সমন্বয়করা জানান, “গাজীপুরে আমাদের সহযোদ্ধাদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা হামলা করেছে, অথচ তাদের গ্রেফতার করতে পারেনি সরকার। যারা গ্রেফতার হয়েছে, তারা আবার মুক্তি পাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যেন এসব সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। যতক্ষণ না তাদের বিচার কার্যকর হবে, ততক্ষণ আমরা রাজপথে থাকব।”

অন্যদিকে, আন্দোলনের নেতাকর্মীরা মিছিল বের করে ‘আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই’, ‘জ্বালরে জালো আগুন জ্বালো, একটা একটা লীগ, ধরে ধইরা জবাই কর’ স্লোগান দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান।

এছাড়া, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রেজাউর রহমান সমাবেশে উপস্থিত ছিলেন না। একই দাবিতে চট্টগ্রামের ষোলশহর স্টেশনে রাত ৭টার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।