গভীর রাতে বাঁশখালীতে পুড়লো ৯ দোকান

বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে গত রাতের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯টি দোকান। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ইউনিয়নের ছৈয়দ আহমেদর টেক এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে হঠাৎ করে ছৈয়দ আহমদ টেক এলাকার দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পারভেজ (মুদি দোকান), হারুন (সবজি দোকান), রুবেল (মুদি দোকান), মিনার (কীটনাশকের দোকান), ইউনুস (বিকাশ লোড মোবাইল পার্ট), আজিজ আহমেদ (রাইচ মিল) এবং কাশেমের দুটি দোকানে। স্থানীয়দের প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত ১টার দিকে মোবাইল ফোনে জানতে পারেন যে, তাদের দোকানে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে দেখতে পান দোকানগুলো দাউ দাউ করে জ্বলছে। তাদের দাবি, প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে খানখানাবাদ ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মেম্বার শহীদুল ইসলাম সিকদার ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আতিউর রহমান কাইসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম বাহারচড়া মোশাররফ আলী বাজার পর্যন্ত পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। স্থানীয়রা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।”

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram