চেপে ধরেছিল মা, ছুরি চালিয়ে হত্যা করে ভাই!

ফটিকছড়িতে ঝগড়া থেকে মারামারির এক পর্যায়ে মা ও ভাইয়ের হাতে আনিকা আক্তার (২৫) নামের এক যুবতী খুন হয়েছেন। পুলিশ জানিয়েছে, মা রোখসানা আক্তার মেয়ে অনিকাকে চেপে ধরেন এবং ভাই ছুরিকাঘাত করেন। এ ঘটনায় নিহতের মা রোখসানা আক্তার ও ছোট ভাই রোকন উদ্দিনকে রাতে পুলিশ গ্রেফতার করেছে।

১২ জানুয়ারি, রোববার রাতে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সোনা মিয়া হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

নিহত আনিকা ওই এলাকার সৌদি প্রবাসী নাজিম উদ্দিনের মেয়ে। তার চার বছর ও পাঁচ মাস বয়সী দুটি সন্তান রয়েছে।

ঘটনায় বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য জহুর আলম বলেন, দীর্ঘদিন ধরে মা-ছেলে ও বোনের সাথে ঝগড়া-বিবাদ লেগে ছিল। সকাল থেকে কয়েক দফায় তাদের মধ্যে ঝগড়া হয়। বিকেলের এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে মা ও ছেলে মিলে তাকে হাত-পা বেঁধে উপর্যুপরি আঘাত করলে এক পর্যায়ে সে মারা যায়।

নিহতের মামা নাছির উদ্দিন বলেন, আনিকার বিয়ে হলেও দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে বসবাস করে আসছে। মাঝখানে কিছুদিন ভাড়া বাসায় থাকতো সে। মা ও ভাইয়ের সাথে প্রায় ঝগড়া হতো তার।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, আনিকাকে হত্যার ঘটনায় রাতে অভিযান চালিয়ে আনিকার মা ও ছোট ভাইকে গ্রেফতার করা হয়েছে। তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram