‘জুলাই ঘোষণাপত্র’ বিষয়ে ৬ থেকে ১১ জানুয়ারি দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি

‘জুলাই ঘোষণাপত্র’ বা জুলাই প্রক্লেমেশন সম্পর্কে জনগণকে অবহিত করতে ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। এ উদ্যোগের মাধ্যমে জনগণের মধ্যে এই ঘোষণাপত্রের গুরুত্ব ও এর পক্ষে জনগণের প্রত্যাশা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, “প্রোক্লেমেশন অব রেভ্যুলেশনের পক্ষে ৬ থেকে ১১ জানুয়ারি দেশব্যাপী গণসংযোগসহ নানা ধরনের কর্মসূচি চালানো হবে। এই অভ্যুত্থানে দেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ ছিল, এবং আমরা বিশ্বাস করি যে, জুলাই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।”

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও বলেন, “সরকার এখনো জুলাই ঘোষণাপত্রের বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। অভ্যুত্থানে সব পক্ষের সঙ্গে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, যাতে তারা শিগগিরই এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।”

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার এখনও দৃশ্যমান কোনো কার্যক্রম শুরু করেনি। যদি সরকার দ্রুত পদক্ষেপ না নেয়, তবে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।”

এছাড়া, তারা সরকারের প্রতি অনুরোধ জানান, যাতে জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হয়।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram