চট্টগ্রামে যুবলীগ ক্যাডার ইমরান গ্রেফতার

নগরীর হালিশহর ঈদগাহ বউবাজার এলাকা থেকে যুবলীগ ক্যাডার এমরান চৌধুরী (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

৩১ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরের তাকে গ্রেফতার করা হয়।

এমরান চৌধুরী হালিশহর এলাকার জহির মিয়ার পুত্র। তার বিরুদ্ধে হালিশহর থানা দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে স্থানীয় একটি মসজিদের জায়গা দখল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

হালিশহর থানার ওসি মনিরুজ্জামান জানান, এমরানকে দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram