মিরসরাইয়ে অস্ত্র ও কার্তুজসহ একজন গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্র ও কার্তুজসহ মো. বাহার (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের কার্তুজ এবং একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা।

পুলিশ জানায়, বুধবার (২৫ ডিসেম্বর) রাতে মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পূর্ব ইছাখালী বিলের কাছে সালাউদ্দিনের খামারের পাশের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “মঙ্গলবার রাতের দিকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় সালাউদ্দিনের খামারের পাশে সড়কে অভিযান চালিয়ে বাহারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১টি এলজি, ১টি পাইপ গান, ২টি বার বোর শর্ট গানের তাজা কার্তুজ এবং অস্ত্র পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি অটোরিকশায় থাকা অপর ৪ আসামি পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া বাহারসহ অন্যান্য পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত বাহারকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram