বিমানের সিটের নিচে উদ্ধার ২ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণের বার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বিমানের সিটের নিচে লুকানো ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২ কেজি ৩০০ গ্রাম এবং বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৬০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিমানবন্দরের এনএসআই, বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দা দলের যৌথ অভিযানে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের ভিতরে সিট তল্লাশি করে এসব স্বর্ণ পাওয়া যায়। স্বর্ণগুলো বিমানের ৯-জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মোড়ানো অবস্থায় বিশেষ কৌশলে লুকানো ছিল। উদ্ধারকৃত স্বর্ণগুলো শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এগুলো চোরাচালানের উদ্দেশ্যে আনায় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে।

তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে আটক যাত্রীর পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না, তবে তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram