খুলশীতে মৃত্যুর ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

খুলশী থানার রেলওয়ে কলোনী থেকে মৃত্যুর চারদিন পর এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিব বলেন, একটি মরদেহ পাওয়া গেছে। এখনও নাম পরিচয় পাওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্ট শনাক্তের জন্য পুলিশের ফরেনসিক টিম কাজ করছে। পরিচয় পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

স্থানীয়দের বরাতে তিনি আরো বলেন, ‘এখানে পাশেই রেললাইন রয়েছে। আর রেললাইনের অদূরে একটি ১৯ নম্বর পরিত্যক্ত ভবন রয়েছে। সেখানেই এই যুবকসহ কয়েকজন থাকতো। নেশা করে তারা রাতে রেললাইনে ঘুমায় আবার সকালে চলে যায়। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।’

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram