উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আফ্রিকার দেশ *মিসরের রাজধানী কায়রোতে* এই ডিসেম্বর মাসে। সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা *ড. মুহাম্মদ ইউনূস।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জানিয়েছে, কায়রোতে এই সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে *পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৈঠকে বসতে পারেন।
ডি-৮ সম্মেলনের অবকাশে অনুষ্ঠিত হলে এটি হবে দুই নেতার দ্বিতীয় বৈঠক। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
সংবাদমাধ্যমটি জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ১৮ থেকে ২০ ডিসেম্বর মিসরে সরকারি সফর করবেন। একই সময়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসও ১৭ থেকে ২০ ডিসেম্বর মিসরে অবস্থান করবেন।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর নিশ্চিতভাবে কোনো বৈঠকের ঘোষণা না দিলেও ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ডি-৮ সম্মেলনের ফাঁকে অন্যান্য অংশগ্রহণকারী নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
শেখ হাসিনা সরকারকে অপসারণের পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির প্রেক্ষাপটে ড. ইউনূস ও প্রধানমন্ত্রী শেহবাজের সম্ভাব্য বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।