গুলিবর্ষণকারী যুবলীগের ফিরোজ গ্রেপ্তার

নগরীর চান্দগাঁও থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনায় জড়িত মো. ফিরোজ (৩৬) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। ফিরোজ নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিলেও স্থানীয়ভাবে তিনি ‘ডাকাত ফিরোজ’ নামে বেশি পরিচিত।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই চান্দগাঁও এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিল চলাকালে স্লোগান দিতে থাকা দোকান কর্মচারী সায়মান প্রকাশ মাহিনকে লক্ষ্য করে ফিরোজ ও তার সহযোগীরা গুলি চালায়। গুলিবিদ্ধ মাহিন প্রাণে বাঁচার জন্য পালানোর চেষ্টা করলেও ফিরোজের গুলিতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ফিরোজ ও তার সহযোগীরা লাঠি ও লোহার রড দিয়ে তাকে আঘাত করে মৃত ভেবে ফেলে রেখে যায়। স্থানীয়রা মাহিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর মাহিনের বন্ধু মোহাম্মদ শরীফ বাদী হয়ে ৪৪ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম জানান, ফিরোজ ফেনী এলাকায় লুকিয়ে ছিল। আজ সকাল সাড়ে ৯টায় ফেনী সদর মডেল থানার রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ মিছিলের ওপর হামলা এবং গুলিবর্ষণের দায় স্বীকার করেছে।

ফিরোজ আরও স্বীকার করে, সে এবং তার সহযোগীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীদের ওপর ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ চালায়। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, নাশকতা, মাদক এবং ছিনতাইয়ের মোট পাঁচটি মামলা রয়েছে। তাকে চট্টগ্রামের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram