সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সাউদপাড়া গ্রামে কবরস্থানে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষে মো. কাঁচা মিয়া (৫২) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল বুধবার সন্ধ্যায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। কাঁচা মিয়া তাঁর গরুগুলো সুবাহান মিয়ার পারিবারিক কবরস্থানে বেঁধে রাখলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর তা সংঘর্ষে রূপ নেয়। প্রথমে কাঁচা মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢামেকে স্থানান্তর করা হয়, যেখানে আজ তিনি মারা যান।
মৃত কাঁচা মিয়া সাউদপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে। এই ঘটনায় কাঁচা মিয়ার ছেলে মতিউর রহমান (৩২), অপর পক্ষের সুবাহান (৬৫) এবং সুবাহানের ভাতিজা সিকান্দর (৫০) আহত হয়েছেন।
স্থানীয় সূত্র এবং পুলিশ জানিয়েছে, জমিসংক্রান্ত বিরোধের কারণে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। গতকাল কবরস্থানে গরু বাঁধার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজিব রহমান বলেন, “মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”