আজ পবিত্র ঈদুল আজহা

পবিত্র ঈদুল আজহা আজ পালিত হচ্ছে। এই দিনটি মুসলিম উম্মাহর জন্য মহান আত্মত্যাগ ও আল্লাহর প্রতি আত্মসমর্পণের প্রতীক। কোরবানির মাধ্যমে নিজেদের প্রবৃত্তির দাসত্ব, লোভ-লালসা ও মনের পশুত্বকে জয় করার শিক্ষা দেওয়া হয়। হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় পুত্র হজরত ইসমাইলকে (আ.) আল্লাহর নির্দেশে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন, সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে এই ঈদ উদযাপিত হয়ে আসছে।

‘কুরবান’ শব্দ থেকে উদ্ভূত কোরবানি অর্থ ত্যাগ ও নৈকট্যলাভ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করা হয়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাকওয়া, আল্লাহভীতি ও আত্মসমর্পণই ঈদুল আজহার প্রধান শিক্ষা।

আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram