সন্দ্বীপে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জমি দখল

সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান ও তার ভাই সন্দ্বীপ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের বিরুদ্ধে জোরপূর্বক, রাতের অন্ধকারে অবৈধভাবে দোকান ভিটা ও পারিবারিক কবরস্থানের জমি দখলের অভিযোগ উঠেছে।

আজ সোমবার,১ আগস্ট সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

ভুক্তভোগী মোঃ মাজহারুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আমার বাবার দীর্ঘ ৪০ বছর আগের ক্রয়কৃত ও বাবার সন্তান হিসাবে ওয়ারিশসূত্রে আমরা প্রাপ্ত এবং দীর্ঘদিন যাবৎ আমাদের ভোগ দখলে থাকা কয়েক কোটি টাকা মূল্যের দোকান ভিটা ও আমাদের পারিবারিক কবরস্থানের উপর লোলুপ দৃষ্টি পড়েছে মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান এবং তার ভাই সন্দ্বীপ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের।

এর ধারাবাহিকতায় মিজান চেয়ারম্যান ও তার ভাই যুবলীগ নেতা মাকসুদুর রহমান মাইটভাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দেলোয়ার খাঁ রাস্তা সংলগ্ন মাইটভাঙ্গা মৌজার মাইটভাঙ্গা ভূমি অফিসের অন্তর্গত এস এ ৩২০ নং খতিয়ানের এস এ ৫-৭৯৫ নং দাগের বি এস ১৪৬ নং খতিয়ান হইতে আগত জমা-ভাগ মুলে ৫২৩৫নং খতিয়ানের বিএস ২০২১২ দাগের ভূমি বিগত ১৮ মার্চ ১৯৮২ তারিখে ২৭৬৭ নং রেজিস্ট্রিকৃত দলিলমুলে ক্রয়কৃত ৭.০৫ শতক এবং ১৪/০৫/১৯৯৭ সালে রেজিস্ট্রিকৃত ১৯৮৩ নং কবলামুলে ক্রয়কৃত ১০ শতক মোট ১৭.০৫ শতক ভূমি জনৈকা হোসনে আরা বেগম পিতা মৃত মৌলভী আজিজ উল্ল্যাহ স্বামী মৃত সুলতান আহম্মদ এর কাছ থেকে খরিদসূত্রে স্বত্ত্ববান ও ভোগদখলে থাকেন এবং সেই মোতাবেক আমাদের নামে নামজারি খতিয়ান সৃজন হয়। আমার বাবার মৃত্যুর পর হিস্যানুযায়ী আমরা ভাই বোনেরা স্বত্ববান ও দখলদার থাকা অবস্থায় আমাদেরকে উক্ত দোকান ভিটা ভূমি ও আমাদের সৃজনকৃত পারিবারিক কবরস্থানের ভূমি থেকে বেদখল করার ষড়যন্ত্রে মেতে উঠে। আমরা আমাদের স্বত্ববান ও ভোগ দখলে থাকা ভূমাটি আমাদের নামে নামজারী ও প্রতিবছর সরকারী খাজনা প্রদান করি। মিজান চেয়ারম্যান ও তার সহোদর ভাই রহমান কর্তৃক আমাদের দোকান ভিটা ও কবর ভূমি দখল করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলকভাবে তারা আমাদের বিক্রেতা হোসনে আরা বেগমের কাছ থেকে একটি ভুয়া দলিল সৃজন করে।

আমাদের দোকান ভিটি ও কবর ভূমি দখলের পায়তারার বিরুদ্ধে আমরা ২য় যুগ্ম জেলা জজ আদালতে (সদর) চট্টগ্রামে বিগত ২৩/০৫/২০১৯ তারিখে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা নং অপর- ১৩৪/২০১৯ পায়ের করি এবং মিজান চেয়ারম্যান ও রহমান এর সৃজিত দলিল বাতিলের জন্য বিগত ২১/০৪/২০১১ তারিখে ঘোষণামূলক মামলা অপর- ১৩২/২০১৯ সায়ের করি।

আমরা আদালতে এই দুইটি মামলা দায়ের করার পর মিজান চেয়ারম্যান ও তার ভাই মাকসুদুর রহমান ক্ষিপ্ত হয়ে চট্টগ্রামে অবস্থানরত আমার ভাই প্রবাসী আজহারুল ইসলাম বাসায় গিয়া তার স্ত্রী ও সন্তানদের হত্যা ও রুম করার হুমকি দেয়। উক্ত ঘটনার পরে আমার প্রবাসী ভাইয়ের স্ত্রী বিগত ২ ডিসেম্বর ২০২১ তারিখে চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের আদালত, চট্টগ্রাম এ সাধারণ ডায়েরী নং- ২৪৬ দায়ের করেন।

আমরা আমাদের স্বত্ত্ববান ও ভোগ দখলে থাকা ভূমি দখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে মামলা ও হুমকির বিরুদ্ধে মামলা ও হুমকির বিরুদ্ধে সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করলে যুবলীগ নেতা মিজান চেয়ারম্যান ও তার ভাই রহমান আরো ক্ষিপ্ত হয়ে আইনের তোয়াক্কা না করে জোরপূর্বক আমাদের দোকান ভিটিতে বাহির থেকে ট্রাক দিয়ে মাটি ফেলতে থাকে। এমতাবস্থায়, আমরা নিরুপায় হয়ে বিগত ১৭ জুলাই ২০২২ইং তারিখে সিনিয়ান জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, সন্দ্বীপ, চট্টগ্রামে কোট ডায়েরী নং- ৭১৯/২০২২ দায়ের করি।

আমাদের স্বত্ববান ও ভোগ দখলে থাকা উক্ত দোকান ভিটি ও কবরভূমি রক্ষার্থে নিষেধাজ্ঞা মামলা, ঘোষণামূলক মামলা ও দুইটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করার পর কিছুদিন দখলের পায়তারা বন্ধ থাকে।

কিন্তু বিগত কিছুদিন আমাদের পরিবারের সদস্যরা সন্দ্বীপের বাহিরে থাকায় এবং আমরা আমাদের কর্মস্থলে ব্যস্ত থাকায় মিজান চেয়ারম্যান ও তার ভাই রহমান সন্ত্রাসী অস্ত্রবাজ লোকজন নিয়ে বিগত ২৮ জুলাই ২০২২ ইং বৃহস্পতিবার রাতে আমাদের দোকান ভিটায় দখলের উদ্দেশ্যে একটি ঘর নির্মাণ করে আমাদের ১৭.০৫ শতক দোকান ভিটাভুমি দখল করে নেয়।

এমতাবস্থায়, আমরা অত্যন্ত অসহায় ও ভীতসন্ত্রস্ত। আমরা কিংকর্তব্যবিমুঢ় ও ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিতে যুবলীগ নেতা মিজান চেয়ারম্যান ও তার ভাই রহমান কর্তৃক অবৈধভাবে জোরপূর্বক ঘর নিমার্ণ করে দখল করার প্রতিবাদে এবং আমাদেরকে হত্যার হুমকি প্রদান করার কারণে আমরা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন, আইন শৃংঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাহায্য কামনা করছি এবং দখলবাজ সন্ত্রাসীদের দখল থেকে আমাদের দোকান ভিটা ভূমি উদ্ধার করার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সর্বোচ্চ পর্যায় তথা মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,শাহাদাৎ হোসেন, আরশাদ মেম্বার,রিজিয়া বেগম, রোকেয়া বেগমসহ পরিবারের সদস্যরা।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram