logo
চন্দনাইশে স্ত্রী আত্মহত্যার ঘটনায় স্বামী গ্রেফতার
সংবাদ প্রকাশিত:

চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী বড়ুয়া পাড়ায় স্ত্রী আত্মহত্যার ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় দায়েরকৃত মামলার আসামি রাসেল বড়ুয়া পালিয়ে যাওয়ার সময় বায়েজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে আসামিকে চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়েছে।

বরকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কানাইমাদারী বড়ুয়া পাড়ার রাসেল বড়ুয়ার স্ত্রী অনন্যা বড়ুয়ার মরদেহ রোববার (২৮ জানুয়ারি) সকালে রান্নাঘরের বিমের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে চন্দনাইশ থানা পুলিশ। এ ঘটনায় অনন্যার বাবা বিপ্লব বড়ুয়া ওইদিন রাতে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে রাসেল বড়ুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা চন্দনাইশ থানার এসআই মো. ইখতিয়ার জানান, আসামি রাসেল বড়ুয়াকে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।