চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ দল অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলায় মাঠ ছেয়ে গেছে ফিলিস্তিনের পতাকায়। ইসরাইলি আগ্রাসনের মুখে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছেন ক্রিকেট-ফুটবলের অনেক তারকা। বাদ যাচ্ছেন না ভক্তরাও। সেই ধারাবাহিকতায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে এবার ছেয়ে গেলো স্কটিশ ক্লাব সেলটিকের মাঠ।
চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ দল অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে বুধবার (২৫ অক্টোবর) সেলটিকের ম্যাচের আগে ফিলিস্তিনি পতাকায় ছেয়ে যায় গ্যালারি। এসময় ফিলিস্তিনি পতাকা নাড়তে দেখা যায় সেলটিক ভক্তদের। খবর আল জাজিরার।
যদিও গ্লাসগোতে ম্যাচের আগে স্কটিশ ক্লাবটি তার সমর্থকদের গাজায় ইসরাইলের যুদ্ধ সম্পর্কিত পতাকা, ব্যানার বা ফেস্টুন মাঠে প্রদর্শন না করার আহ্বান জানিয়েছিল।
তবে সেই আহ্বান উপেক্ষা করেই ফিলিস্তিনের পতাকা হাতে জড়ো হন অনেকে। ম্যাচটি দেখতে উপস্থিত হয়েছিলেন ৫৫ হাজারের বেশি দর্শক-সমর্থক।
সেলটিক ভক্তদের ফিলিস্তিনিদের সমর্থন করার ইতিহাস রয়েছে। এমনকি অবরুদ্ধ এই উপত্যকায় কাজ করা স্বাধীন সংস্থাগুলোর জন্য তহবিলও সংগ্রহ করেছেন তারা।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরাইলের বিমান বাহিনী। এতে এখন পর্যন্ত সাড়ে ৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ২ হাজার ৭০৪ শিশুই রয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৭ হাজার ফিলিস্তিনি।