বিএনপির মহাসমাবেশ ঘিরে পাবনায় পুলিশের অভিযান, গ্রেপ্তার অর্ধশত

আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পাবনায় রাতভর অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অর্ধশত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। তবে পুলিশ বলছে, গণগ্রেপ্তার নয়, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোর পর্যন্ত পাবনা জেলার সকল থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

পাবনার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও তারা নির্দিষ্ট সংখ্যা বলতে পারেননি।

বিএনপির দাবি, পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পাবনা পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ তৌফিক হাবিব, আটঘরিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফরিদ, আতাইকুলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শান্ত, বেড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ফারুক আহমেদ জনি, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, নতুন ভারেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. দুলাল, মাধপুরের সোলাইমানসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, অনেক নেতাকর্মীদের নামে গ্রেপ্তারি পরোয়ানা নেই, অনেকেই জামিনে রয়েছে, তারপরও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। ঢাকায় আমাদের মহাসমাবেশকে বাধাগ্রস্ত করতেই এই গণগ্রেপ্তার অভিযান চলছে। কিন্তু কোনোভাবেই এই মহাসমাবেশ আটকানো সম্ভব নয়, মানুষ স্রোতের মতো মহাসমাবেশে যাচ্ছে।

তবে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, গণগ্রেপ্তার করলে তো অনেক গ্রেপ্তার হত। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আগে মামলা কিংবা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদেরকেই কেবল গ্রেপ্তার করা হয়েছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram