সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে শাকিব খান

বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান প্রথমবারের মতো অভিনয় করছেন প্যান-ইন্ডিয়ান সিনেমায়। বাংলাদেশি নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ শিরোনামের সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে। সব জল্পনা-কল্পনা শেষে প্রথমবারের মতো সোনাল চৌহানকে নিয়ে সামনে এলেন সুপারস্টার শাকিব খান।

গতকাল বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘দরদ’ টিম। এতে শাকিব-সোনালসহ উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক-পরিচালকও।

সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ‘এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি একেবারে ইউনিক গল্পের মুভি হতে যাচ্ছে। ভারতের সঙ্গে নতুন কোলাবোরেশন আশা করছি ভালো হবে।’

‘দরদ’-এর মাধ্যমেই প্রথমবার বাংলাদেশি সিনেমায় অভিনয় করবেন সোনাল চৌহান। তাঁর কথায়, ‘প্রথমবারের মতো আমি বাংলাদেশি সিনেমায় কাজ করছি। যত দূর জানি সিনেমাটিও প্রথম ইন্দো-বাংলা প্যান ইন্ডিয়ান সিনেমা। নিঃসন্দেহে এতে আমি বেশ রোমাঞ্চিত। আশা করছি, বাংলাদেশ-ইন্ডিয়ার যৌথ প্রযোজনার সিনেমাটি আমার জন্য ভালো একটা অভিজ্ঞতার হবে।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয় আগামীকাল ২৭ অক্টোবর থেকে ভারতের বারানসিতে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। আগামী ফেব্রুয়ারিতে বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্ণাটক—এই ছয় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

প্রসঙ্গত, অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব ছাড়াও শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবের অভিনয়ের কথা রয়েছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram