প্রবাসীদের আমন্ত্রণে সিঙ্গাপুর যাচ্ছেন অপু বিশ্বাস

প্রবাসীদের আমন্ত্রণে কনসার্টে যোগ দিতে সিঙ্গাপুর যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি বহু হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। শাকিব খানের বিপরীতে পেয়েছেন আকাশছোঁয়া সাফল্য। সিনেমার বাইরেও ব্যস্ততার শেষ নেই তার। তাকে প্রায়ই দেখা যায় নানারকম শোতে অংশ নিতে। প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে কয়েক দিন আগে তিনি যুক্তরাষ্ট্র সফর করেন। এবার সিঙ্গাপুর যাচ্ছেন এই অভিনেত্রী। আগামী ২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নেবেন অপু।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। অপু জানান, আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন।

সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কনসার্টের আয়োজন করা হচ্ছে। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন অপু। এতে আরও অংশ নেবেন সংগীতশিল্পী মনির খান, সৈয়দ অমি, আকাশ সেন, চিত্রনায়িকা আঁচল আঁখি, বেলী ও রাহি।

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘লাল শাড়ি’ সিনেমাটি গত ঈদে মুক্তি পায়। সরকারি অনুদানের সিনেমাটি অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেন তিনি।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram