চট্টগ্রামে নিজস্ব শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে বন্দর নগরীতে যাত্রা করলো আন্তর্জাতিক মানের দেশীয় ব্র্যান্ড শপিংজোন বিডি। এর আগে ঢাকাসহ দেশের পাঁচটি জায়গায় শোরুম উদ্বোধন [১] করেছে প্রতিষ্ঠানটি। ফলে ক্রেতারা এখন চট্টগ্রাম থেকে অনলাইন এবং সরাসরি আউটলেট থেকে পছন্দের পণ্য ক্রয় করতে পারবেন।
আজ ১৮ আগস্ট, শুক্রবার বিকালে নগরীর জিইসি মোড় এরিয়েল লিজেন্ডের নিচতলায় বাবা মোহাম্মদ ইদ্রিস খানকে নিয়ে ফিতা কেটে চট্টগ্রাম শোরুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও সিইও তানজিনা ইসলাম সর্মী।
এসময় সিইও তানজিনা ইসলাম সর্মী বলেন, চট্টগ্রামে প্রথম শোরুম উদ্বোধন করতে পেরে আমরা অত্যান্ত আনন্দিত। এতদিন চট্টগ্রামের কাস্টমাররা অনলাইনের মাধ্যমে পণ্য সংগ্রহ করতেন। আজ থেকে শোরুমে এসে পছন্দ মতো পণ্য সংগ্রহ করতে পারবেন। আমরা নিজেরা ডিজাইন করে বিভিন্ন ধরনের কাপড় উৎপাদন করি। তাই আমরা চাই কাস্টমাররা স্বল্পদামে মান সম্মত কাপড় পাক।
এসময় উপস্থিত ছিলেন, শপিংজোন বিডির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন রুবেল,নারী উদ্যোক্তা সামমিসের সিইও শারমিন শাম্মী,ইবিডিবাজারের চেয়ারম্যান এয়াকুব বাদশা ও ডাইরেক্টর মোহাম্মদ উল্লাহ।আন্তর্জাতিক বিউটি এডভাইজার মাসুদ রানা, মোহাম্মদ মহিউদ্দিন, শহীদুল ইসলাম, তাজুল ইসলামসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।