স্কুলের পাশে ছিটানো মশার ওষুধে অসুস্থ ৮ শিক্ষার্থী

নরসিংদী উচ্চ বালিকা বিদ্যা নিকেতন স্কুলের পাশে ছিটানো মশার ওষুধের বিষক্রিয়ায় বিদ্যালয়টির ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

১৬ আগস্ট,বুধবার দুপুর ১২টায় নরসিংদী বালিকা উচ্চ বিদ্যা নিকেতনে এ ঘটনা ঘটে। অসুস্থ ছাত্রীদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

অসুস্থ ছাত্রীরা হলো: জান্নাত, আয়শা, তুবা, তামান্না, সোহানা, নুসরাত, মুক্তা ও তুলি। এরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

জানা যায়, ডেঙ্গু রোগীর সংখ্যা নরসিংদীতে ব্যাপকভাবে বৃদ্ধি পেলে নরসিংদী পৌরসভা কর্তৃপক্ষ মশা নিধনে শহরে বিভিন্ন স্থানে ওষুধ ছিটানোর কর্মসূচি শুরু করে। বুধবার দুপুরে নরসিংদী সরকারি মহিলা কলেজ এলাকায় মশার ওষুধ ছিটানো হয়। এসময় একই ক্যাম্পাসে নরসিংদী উচ্চ বালিকা বিদ্যা নিকেতনের ক্লাস চলছিল। এ সময় প্রধান শিক্ষক শ্রেণি কক্ষের দরজা জানালা বন্ধ করে দেয়ার নির্দেশ দেন।

ক্লাস চলাকালীন সময়ে দরজা জানালার ফাঁক দিয়ে মশার ওষুধের বাষ্প শ্রেণিকক্ষে ঢুকে পড়লে স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ৮ জন ছাত্রী শ্বাসকষ্ট জনিত রোগে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিপাশা মাসুদ ছাত্রীদের অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মশার ওষুধের ধোঁয়ার ফলেই শ্রেণিকক্ষে থাকা ছাত্রীরা শ্বাসকষ্ট জনিত রোগে অসুস্থ হয়ে পড়েছিল।

নরসিংদী উচ্চ বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ এ ব্যাপারে বলেন, মশার ওষুধ ছিটানোর বিষয়টি আমরা পূর্ব থেকে অবগত ছিলাম না। অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু বলেন, শহরে এডিস মশার সংখ্যা বেড়ে যাওয়ায় মশা নিধনে আমরা শহরের বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো কাজ শুরু করি। আগামীকাল সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র থাকায় মশার ওষুধ ছিটানো হয়। মশার ওষুধ ছিটানো হলে কলেজের পাশে বিদ্যালয়ে থাকা কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদের নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তারা সুস্থ হয়ে বাসায় ফিরে যায়।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram