নগরীর পতেঙ্গা থানায় নতুন ওসি হয়েছেন সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক আফতাব হোসেন।
বৃহস্পতিবার (২৫ মে) নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।
এর আগে মঙ্গলবার (২৩ মে) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে আফতাব হোসেনকে পতেঙ্গা থানায় পদায়ন করা হয়।
আফতাব হোসেন পরিদর্শক (তদন্ত) হিসেবে সিএমপির খুলশী থানায়ও দায়িত্ব পালন করেছিলেন। তার আগে উপ-পরিদর্শক হিসেবে কাউন্টার টেরোরিজমে দায়িত্ব পালনকালে জঙ্গিদমন, চাঞ্চল্যকর মামলার সুনিপুন তদন্ত করে বেশ প্রশংসিত হয়েছেন।
এর আগে পতেঙ্গা থানার ওসি আবুজায়েদ মো. নাজমুন নুরকে পুলিশ সদর দপ্তরের এক আদেশে সিএমপি থেকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।