ফেইসবুকে পোস্ট দিয়ে বুকে গুলি চালাল এসআই!

ফেইসবুকে পোস্ট দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন আশরাফুজ্জামান রনি (২২) নামের এক এসআই। তিনি ২০২০ সালে পুলিশের চাকরিতে যোগদান করেন।

এর আগে তিনি ফেইসবুকে লেখেন, ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী।’ সেই সঙ্গে দুটি ইমোজি দেন তিনি।

জানা গেছে, মৃত রনির বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। ২০২০ সালে চাকরিতে যোগদান করেন তিনি।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মুন্তাহারুল ইসলাম গণমাধ্যম কে জানান, রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি মিরপুর পুলিশ লাইন্সে থাকতেন। সকাল থেকে তার ডিউটি ছিল বনানী-১১ নম্বর রোডের শেষ মাথায় পুলিশ চেকপোস্টে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ৬টায় ডিউটিতে যান তিনি। এর পরপরই চেকপোস্টের বাথরুমে ঢোকেন। তখনই ভেতর থেকে একটি গুলির শব্দ শুনতে পান অন্যরা। দরজা ধাক্কা দিয়ে খুলে তারা ভেতরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram