চলন্ত রিকশার ওপর বৈদ্যুতিক তার, চালকের মৃত্যু

নগরীর অক্সিজেন মোড় এলাকায় চলন্ত রিকশার ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে অক্সিজেন মোড়ের গাউছিয়া তোরণের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ রিকশাচালকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত জাহেদ আলী (৩৮) নামে ওই রিকশারচালকের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নে। তিনি বর্তমানে অক্সিজেনের ট্যানারি বটতল এলাকায় থাকেন।

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে এক রিকশাচালক দগ্ধ হয়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই।।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে জানান, সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram