আন্তর্জাতিক এসএমই মেলায় আইপিডিসি ফাইন্যান্স

প্রান্তিক উদ্যোক্তাদের নিজস্ব উৎপাদিত পণ্যে নতুনত্ব ও প্রযুক্তি সংযোজনের মাধ্যমে স্বনির্ভরতা প্রকাশ এবং জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতিতে ভূমিকা রাখার লক্ষে চট্টগ্রাম ওয়াল্ড ট্রেড সেন্টারে শুরু হওয়া ৪ দিনব্যাপী ৫ম আন্তর্জাতিক এসএমই মেলা অংশ নিয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

আইপিডিসি ফাইন্যান্সের কর্মকর্তারা জানান,উদ্যোক্তা উন্নয়ন ও তাদের এগিয়ে চলাকে অনুপ্রাণিত করতে আইপিডিসি প্রতিশ্রুতিবদ্ধ। তাই উদ্যোক্তাদেরকে তাদের পণ্য ও সেবা সম্পর্কে জানানোর সুযোগ করে দেওয়া এই আয়োজনগুলোতে সবসময়ই অংশ নিয়ে থাকে। মেলায় আইপিডিসি’র স্টলের মাধ্যমে প্রতিষ্ঠানটির কিছু এসএমই উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পাবে বলেও জানান তারা।

চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) উদ্যোগে ১৩ মে থেকে শুরু হওয়া মেলাটি চলবে ১৬ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে।

এর আগে ১৩ মে মেলাটি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো: রেজাউল করিম চৌধুরী। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এছাড়াও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম’র নির্বাহী পরিচালক এ. বি. এম. জহুরুল হুদা এবং এসএমই ফাউন্ডেশন’র ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমানসহ অথিতিরা উপস্থিত ছিলেন।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram