কারা আগুন লাগাচ্ছে, খোঁজ নেয়া হচ্ছে: কাদের

রাজধানীর বিপণিবিতানগুলোতে কারা আগুন লাগাচ্ছে সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগুন লাগানোর অভ্যাস বিএনপিরই রয়েছে। এখন দেশের মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের মাধ্যমে অর্থনীতিতে ধ্বস নামানোর ষড়যন্ত্র হচ্ছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর ২৩, বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার হটানোর যে আগুন নিয়ে তারা (বিএনপি) খেলছে, সে আগুনে বিএনপি নিজেই ঝলসে যাবে।

তিনি বলেন, লজ্জা-শরম থাকলে বিএনপি অগ্নিকাণ্ডের দোষ আওয়ামী লীগের উপর চাপাতো না।

আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে মন্তব্য করে মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতা ও পকেটের রাজনীতি করে। আওয়ামী লীগের কাছে ক্ষমতা হলো বিপদে মানুষের পাশে থাকা আর বিএনপি কাছে ক্ষমতা হলো ভোট চুরি।

প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ ইফতার মাহফিলের আয়োজন না করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি বিত্তবানদের নিয়ে ফাইভ স্টার হোটেলে ইফতার করছে। আর আওয়ামী লীগ সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করছে।

বাংলাদেশ ভালো আছে বলে বিএনপির গায়ে এত জ্বালা ধরছে কেন, প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram