চিনির মূল্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দাম রাখা ও দেশী মুরগীর সঙ্গে সোনালী মুরগী মিক্স করে বিক্রির অপরাধে স্বপ্ন সুপার শপের খুলশী আউলেটকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বাংলানিউজকে বলেন, চিনির মূল্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখায় স্বপ্ন সুপার শপকে জরিমানা করা হয়েছে। এছাড়া ঝাউতলা বাজারে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রির দায়ে একটি মাংসের দোকানকে ১০ হাজার জরিমানা এবং একই বাজারের অন্য একটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা সংরক্ষণ না করার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানে সহযোগীতা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান।