আকবরশাহতে পাহাড় কাটার সময় ধস, নিহত ১

চট্টগ্রামের আকবর শাহ এলাকায় পাহাড় কাটার সময়ে মাটি ধসে ১ জনের মৃত্যু হয়েছে। এসময় আরো তিন শ্রমিক আহত হয়।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় নগরের আকবর শাহ থানার বেলতলি এলাকায় পাহাড় কাটার সময় ধসের এই ঘটনা ঘটে। বিষয় টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাড়ির এস আই আশিক।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, পাহাড় কেটে রাস্তা করার সময় শ্রমিকদের ওপর পাহাড় ধসে পড়ে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের স্টেশন অফিসার এনামুল হক জানান, একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও কয়েকজন শ্রমিক নিখোঁজ আছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

মজিবুর রহমান খোকন (৪৫) নামের ওই শ্রমিককে চট্টগ্রাম মেডিকেলে আনার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেছেন। মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম এ তথ্য জানিয়েছেন।

এদিকে পাহাড় ধসের পর ঘটনা স্থল পরিদর্শনে করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram