প্রতিদিন তিন শতাধিক পথচারীকে ইফতার দেন যুবলীগ নেতা

প্রতিদিন তিন শতাধিক পথচারীকে ইফতারি দিচ্ছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সাব্বিরুল আলম। যা পুরো রমজান মাসজুড়ে চলবে।

নগরীতে বিভিন্ন জায়গা থেকে আসা পথচারী, অফিস ফেরত মানুষ ও সমাজের হতদরিদ্রদের কথা চিন্তা করে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান যুবলীগ নেতা সাব্বিরুল আলম।

তিনি বলেন, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সাবেক সদস্য এরশাদুল আলম বাচ্চুর দিক নির্দেশনায় আমরা পথচারী ও সমাজের হতদরিদ্র মানুষের জন্য ইফতার বিতরণের উদ্যোগটি হাতে নিই। ১০ রমজান থেকে শুরু হওয়া ইফতার বিতরণ কার্যক্রম শেষ রমজান পর্যন্ত চলবে। প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সিলেক্ট করে এ কার্যক্রম পরিচালনা করা হয়। আজ চতুর্থ দিতে মির্জারপুল এলাকায় বিতরণ করা হয়।

ইফতার বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রবিউল ইসলাম খুকু
৮ নং শোলকবহর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহাম্মদ রাকিব খান।

এসময় উপস্থিত ছিলেন অ্যালুমিনিয়াম শিল্প মালিক সমিতির সভাপতি একরামুল হক, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,৭ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাব্বি, সানি, ইমন, আমিন প্রমুখ।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram