প্রতিদিন তিন শতাধিক পথচারীকে ইফতারি দিচ্ছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সাব্বিরুল আলম। যা পুরো রমজান মাসজুড়ে চলবে।
নগরীতে বিভিন্ন জায়গা থেকে আসা পথচারী, অফিস ফেরত মানুষ ও সমাজের হতদরিদ্রদের কথা চিন্তা করে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান যুবলীগ নেতা সাব্বিরুল আলম।
তিনি বলেন, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সাবেক সদস্য এরশাদুল আলম বাচ্চুর দিক নির্দেশনায় আমরা পথচারী ও সমাজের হতদরিদ্র মানুষের জন্য ইফতার বিতরণের উদ্যোগটি হাতে নিই। ১০ রমজান থেকে শুরু হওয়া ইফতার বিতরণ কার্যক্রম শেষ রমজান পর্যন্ত চলবে। প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সিলেক্ট করে এ কার্যক্রম পরিচালনা করা হয়। আজ চতুর্থ দিতে মির্জারপুল এলাকায় বিতরণ করা হয়।
ইফতার বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রবিউল ইসলাম খুকু
৮ নং শোলকবহর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহাম্মদ রাকিব খান।
এসময় উপস্থিত ছিলেন অ্যালুমিনিয়াম শিল্প মালিক সমিতির সভাপতি একরামুল হক, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,৭ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাব্বি, সানি, ইমন, আমিন প্রমুখ।