চট্টগ্রামে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীর ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।
সোমবার (২৭ মার্চ) রাতে নগরীর পাঁচলাইশ থানার রহমান নগর আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবকের নাম শাকিব (৩০)। তার বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার চাক পাড়া এলাকায়।
সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার আসিফ মহিউদ্দীন জানান, কয়েকদিন আগে এক যুবক চট্টগ্রামের চাকরি-বাকরি ফেসবুক গ্রুপে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শিডিউলিং অ্যাসিস্টেন্ট পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি পান। চাকরির প্রত্যাশায় ওই যুবক গ্রুপের মেসেঞ্জারে যোগাযোগ করেন। গ্রুপ আইডি পরিচালনাকারী শাকিব নিজেকে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএ) পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেয়ার নিশ্চয়তা দেন, বিনিময়ে এক লাখ ৬০ হাজার টাকা দাবি করেন। এতে বিশ্বাস করে ওই যুবক নগদ এক লাখ ২০ হাজার টাকা তাকে বিকাশের মাধ্যমে দেন এবং বাকি ৪০ হাজার টাকা চাকরির পর প্রতিমাসের বেতন থেকে পরিশোধের আশ্বাস দেন। টাকা দেয়ার পর থেকে শাকিবের সঙ্গে মোবাইলে এবং মেসেঞ্জারে বারবার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।
তিনি আরও বলেন, শাকিব নিজেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পিএ হিসেবে মিথ্যা পরিচয় দিয়েছিলেন। ভুক্তভোগী যুবক মন্ত্রীর আসল পিএ’র সঙ্গে যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি পরিস্কার হয়।
মন্ত্রীর পিএ ঢাকায় সিআইডির সাইবার ক্রাইম ইউনিটে এ বিষয়ে অভিযোগ দেন। গত ১৫ মার্চ সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগে গিয়ে ভুক্তভোগী যুবক এ বিষয়ে অভিযোগ দেন। এরপর শাকিবের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।