ফটিকছড়িতে তর্কের জেরে প্রবাসীকে ছুরিকাঘাতে খুন, গ্রেফতার ২

ফটিকছড়ির ভুজপুর থানার বালুটিলা বাজার এলাকায় তর্কের জেরে মো. মাসুদ (৩৬) নামের এক প্রবাসীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজারে এ ঘটনা ঘটে বলে দাঁতমারা তদন্ত কেন্দ্রের পরিদর্শক নাজের হোসেন জানান।

নিহত মাসুদুর রহমানের (৪০) বাড়ি ওই ইউনিয়নের ফুলছড়ি গ্রামে।

পুলিশ পরিদর্শক নাজের হোসেন বলেন, নিজেদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। তারাবির নামাজ শেষ করে বের হলে কথা কাটাকাটিতে জড়ায় তারা। একপর্যায়ে মাসুদকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে মাসুদুকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। শামীম এবং দেলোয়ার নামে দুই ব্যক্তিকে আটক করার পর আদালতে তোলা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram