বায়েজিদে বাস চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার

নগরীর বায়েজিদ থানার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোড় এলাকায় বাস চাপায় সাকিয়াতুল কাউছার (৪৮) নামে এক শিক্ষকার মৃত্যু হয়েছে। তিনি হাটহাজারী উপজেলায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল পৌনে ৯টায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিহত সাকিয়াতুল কাউছার হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের কাজিরখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার কৈয়ারবিল এলাকার সরোয়ার কামালের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান বলেন,সকালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের মোড়ে রাস্তা পার হতে গিয়ে হাটহাজারী টু নিউমার্কেটগামী ৮ নম্বর একটি সিটি বাস ওই নারীকে চাপা দেয়। গাড়িটি অক্সিজেন মোড় থেকে দ্রুত গতিতে উল্টো দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দূর্ঘটনার পর গাড়ির চালক মো. রাজিবকে (২৬) আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram