বাকলিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় বাসের ধাক্কায় মনির আহম্মদ (৭০)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার(১ মার্চ) বাকলিয়ার রাহাত্তারপুল ফুলকলি দোকানের সামনে পৌনে একটার সময় এ ঘটনা ঘটেছে।নিহত মনির আহম্মদ চান্দগাঁওয়ের মৃত সালেহ আহম্মদের সন্তান।

বিষষটি নিশ্চিত করেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর আলম আশিক। তিনি বলেন, বাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে বাকলিয়া থানার ওসি আবদুর রহিম চট্টলার খবরকে বলেন, দুপুরে ফুলকলি দোকানের সামনে এক বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি বাস ধাক্কায় দেয়। গুরুতর আহত হন বৃদ্ধটি। পরে চমেক হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলের বাস, চালক এবং সহোকারী চালককে আামদের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram