চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলায় ৬ জনের কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় দায়ের করা একটি স্বর্ণ চোরাচালান মামলায় ছয়জনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (১ মার্চ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা বেগমের আদালত এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, হাটহাজারী থানার ছিপাতলী কাজিরবিল নুরুল ইসলাম চেয়ারম্যান বাড়ির নুরুল ইসলামের ছেলে মো. শাহজাহান প্রকাশ বাবলু (২৩), একই এলাকার লোনী তালুকদার বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে মো. হাসান (৩২), ফটিকছড়ি থানার দৌলতপুর ভোলা কোম্পানী বাড়ির মো. আবু তৈয়বের ছেলে মো. নিজাম উদ্দিন (২৫), একই এলাকার আশরাফ চৌধুরী বাড়ির মাওলানা ইউছুফ আনসারীর ছেলে কায়সার বিন ইউকুফ প্রকাশ টুন্টু (৩১), একই থানার পূর্ব ফরহাদাবাদ নুর আহাম্মদ ইঞ্জিনিয়ারের বাড়ির মৃত আব্দুস সালামের ছেলে মো. বাহাদুর (২৮) ও রাউজান থানার গনি পাড়ার ফজলুল হকের ছেলে শফিউল আজম (২৭)।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালে ৬ জুলাই নগরের পাঁচলাইশ থানার হিলভিউ এলাকা থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় তৎকালীন পাচঁলাইশ থানার এসআই মো. মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ২০১৬ সালের ৭ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। একই বছরের ২ মার্চ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। এই মামলায় আদালতে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি মো. আবদুর রশীদ বাংলানিউজকে বলেন, আট বছর আগের স্বর্ণ চোরাচালান মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ছয় জনের সাত বছরের কারাদণ্ড, প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ের সময় মো. বাহাদুল ও মো. হাসান উপস্থিত ছিলেন। অন্য চার আসামি পলাতক রয়েছে। মো. বাহাদুল ও মো. হাসানকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram