নগরীর খুলশী থানার টাইগারপাস রেলওয়ের কলোনির জায়গায় জায়গায় অবৈধ ভাবে গড়ে তোলা টিনশেড ঘর থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার, ২৭ ফেব্রুয়ারী সকালে তালা দেওয়া ঘরটির আশপাশের প্রতিবেশীরা পচা দুর্গন্ধ পেলে পুলিশ কে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের তালা ভেঙে ভেতরের একটি কক্ষ থেকে যুবকের লাশটি উদ্ধার করে।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) শহীদুর রহমান জানান, সোমবার সকালে টাইগারপাসের রেলওয়ের কলোনির ১১ নম্বর বিল্ডিংয়ের সামনের খালি জায়গায় অবৈধভাবে নির্মাণ করা একটি টিন শেড ঘরের তালা ভেঙে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার মুখ ও হাত-পা গামছা এবং লুঙ্গি দিয়ে বাঁধা ছিল। লাশের মুখ ও শরীরও ফুলে গেছে। ঘরের ভেতরে রক্তের চিহ্ন রয়েছে।
তিনি আরো বলেন, খুলশী থানা পুলিশ ছাড়াও সিআইডি, পিবিআই’র ক্রাইমসিন টিমের সদস্যরা ওই ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান পরিদর্শক শহীদুর রহমান। তিনি বলেন, পুলিশের বিভিন্ন বিভাগ তদন্ত করছে, ওই ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যাবে বলে আশা করছি।
বাড়ির মালিক ছেনোয়ারা বেগম জানান, গত মাসে সালাউদ্দিন নামের এক যুবক দুই বন্ধুসহ থাকবে বলে মাসিক দুই হাজার টাকা চুক্তিতে বাসাটি ভাড়া নিয়েছিলেন। বাসা নেওয়ার সময় সালাউদ্দিন নিজেদের শ্রমিক হিসেবে পরিচয় দিয়েছিলেন ছেনোয়ারার কাছে। শনিবারও সালাউদ্দিনের সঙ্গে আমার মোবাইলে কথা হয়েছে। কিন্তু সালাউদ্দিন বাসা নেওয়ার পর তার এক বন্ধু চলে যায়, তার জায়গায় নতুন একজন আসে বলে আমাকে জানিয়েছিল। আজকে সকালে খবর পেয়ে এখানে আসছি।