স্মার্ট হোম সল্যুশনে সাড়া জাগিয়েছে এপিক প্রপার্টিজ

রিহ্যাব আবাসন মেলায় স্মার্ট হোম সল্যুশনের লাইভ এক্সপেরিয়েন্স সাড়া জাগিয়েছে এপিক প্রপার্টিজ । এর আগে ফিতা কেটে এপিকের প্যাভিলিয়ন আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

অভিজাত ফ্ল্যাটে স্মার্ট লিভিং-এর জন্য স্মার্ট হোম সল্যুশনের লাইভ এক্সপেরিয়েন্স প্রদর্শন করে রিহ্যাব আবাসন মেলায় ব্যাপক সাড়া ফেলেছে চট্টগ্রামের খ্যাতনামা আবাসন কোম্পানি এপিক প্রপার্টিজ লিঃ।

বৃহস্পতিবার দুপুরে রেডিসন ব্লুতে রিহ্যাব আবাসন মেলা উদ্বোধনের পর থেকেই এপিকের স্টলে স্মার্ট হোমের অভিজ্ঞতা নিতে এপিকের প্যাভিলিয়নে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা।

আবাসন মেলায় এপিকের ফ্ল্যাট বুকিং দিলেই প্রথম ১০ ক্রেতাকে পুরো ফ্ল্যাটের স্মার্ট হোম প্রোডাক্ট ফ্রি প্রদান করার অফার ঘোষনা দিয়েছে এপিক।

এপিক প্রপার্টিজের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী এস এম আবু সুফিয়ান জানান, রিহ্যাব ফেয়ারে কো-স্পন্সর হিসাবে অংশ নিয়েছে এপিক প্রপার্টিজ। এপিকের প্যাভিলিয়নে এপিকের ঢাকা ও চট্টগ্রামের প্রায় ২০টি প্রকল্পের ২ শতাধিক এপার্টম্যান্ট প্রদর্শন করা হয়েছে। মেলায় লাক্সারিয়াস এবং প্রিমিয়াম ক্যাটাগরির প্রকল্পগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে।

প্রকৌশলী এস এম আবু সুফিয়ান বলেন, মানসম্পন্ন আধুনিক নির্মান, যথাসময়ে হস্তান্তরসহ ফ্ল্যাট ক্রেতাদের লাক্সারিয়াস লিভিং নিশ্চিত করে এপিক প্রপার্টিজ। সঠিক পরিকল্পনা, সময়োপযোগী প্রকল্প, উন্নত, সঠিক ও সেরা মানের নির্মাণ সামগ্রীর ব্যবহার এপিকের প্রধানতম বৈশিষ্ট। কনষ্ট্রাকশনের মান নিয়ন্ত্রণের লক্ষ্যে ২০০৭ সালে এপিক রেডিমিক্স কনক্রিট ফ্যাক্টরী প্রতিষ্ঠা করে, যা ছিল চট্টগ্রামের প্রথম এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয়।

গত ২০ বছরে ঢাকা ও চট্টগ্রামে এপিক প্রপার্টিজ লিমিটেড প্রায় আড়াই হাজার ফ্ল্যাট ও কমার্শিয়াল স্পেস নির্মাণ ও যথাসময়ে হস্তান্তর করেছে। দেশের অন্যতম আবাসন নির্মাণ প্রতিষ্ঠান হিসাবে এপিকের লক্ষ্যই ছিল নির্মাণ প্রকল্পের বৈচিত্রতা এবং পেশাদারিত্বের কন্টিনিউয়াল ইমপ্রুভম্যান্ট। এরই ধারাবাহিকতায় এপিক চলমান প্রতিটি নতুন প্রকল্পে স্মার্ট হোম সল্যুশন নিযে এসেছে যার মাধ্যমে এপিক ফ্ল্যাট ক্রেতাদের আভিজাত্যময় স্মার্ট লিভিং সুনিশ্চিত করছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram