রাঙ্গুনিয়ার পাহাড়ী এলাকায় কৃষককে গুলি করে হত্যা

রাঙ্গুনিয়া থানার পদুয়া এলাকায় সুমন দাশ (৪৫) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার পদুয়া ত্রিপুরা সুন্দরী বাটানা পাহাড়ের ঢাল সংলগ্ন কৃষি জমি থেকে সুমনের লাশ উদ্ধার করা হয়।

নিহত সুমন দাশের স্থায়ী বাড়ি বাঁশখালী বলে জানা যায়। তবে তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে উপজেলার পদুয়া ইউনিয়নে বসবাস করতেন। তিনি সবজি ও পান চাষ করতেন।

এ বিষয়ে পদুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য খসরুজ্জামান বাচ্চু বলেন, নিহত সুমন দাশ পাহাড়ের ঢালে ফল ও পান চাষ করত। তিনি তার ক্ষেত পাহাড়া দেওয়ার জন্য রাতে ক্ষেতে থাকত। তবে সন্ত্রাসীরা তাকে ক্ষেতে থাকতে নিষেধ করেছিলো বলে জেনেছি। তার মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে।

তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এই বিষয় বিস্তারিত কিছু জানা যায়নি।

রাঙ্গুনিয়া দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল ইসলাম জানান, দুর্বৃত্তরা সুমন দাশকে পাহাড়ের ঢালে গুলি করে হত্যা করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram