জামালখানে দেওয়াল ধসে প্রাণ গেলো ২ জনের

জামালখানে দেয়াল ধসে প্রাণ গেলো ভবন ভাঙার কাজে নিয়োজিত সুপারভাইজার জসিম উদ্দিন(৪১) ও রণ চক্রবর্তী (৫৭) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে দাওয়াত ও সিকদার হোটেলের পাশে এ ঘটনা ঘটে।

নিহত জসিম ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ওই ভবন ভাঙার কাজের সুপারভাইজার ছিলেন।

অপর নিহত রণ চক্রবর্তী সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকার
দুলাল চক্রবর্তীর ছেলে।

জানা গেছে, গত ১০ দিন ধরে একটি পরিত্যক্ত ভবন ভাঙার কাজ চলছিল। বিকেল ৪টা নাগাদ ভবন ভাঙার কাজ করার সময় হঠাৎ দেয়াল ধসে পড়ে। এতে ভবন ভাঙার কাজের সুপারভাইজার জসিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে এ দুর্ঘটনায় ভবন মালিক ও ঠিকাদারের গাফিলতির কারণে এমনটা হয়েছে বলে স্থানীয়দের ধারণা। পরিত্যক্ত ভবনটির মালিকের নাম রতন ভট্টাচার্য বলে জানা গেছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, ভবনের দেয়াল ধসের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর বলেন, দেয়াল ধসের ঘটনার বিষয়ে জানতে পেরে আমরা ঘটনাস্থলে আসি। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়েছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram