ফেইসবুক লাইভে এসে সৌদি আরবে এক বাংলাদেশী যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাতে সৌদি আরবের দাম্মামে ভাড়া বাসায় গলায় গামছা পেঁচিয়ে ফেসবুক লাইভে এসে তিনি আত্মহত্যা করেন।
তার নাম আরিফুল ইসলাম নয়ন। তিনি হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের খানবাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তার স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়।
স্থানীয়রা জানান, গত ১০ মাস আগে ঋণ নিয়ে আরিফুল সৌদি আরবে চাকরির জন্য যান। তবে এসময়ের মধ্যে সেখানে আকামা না হওয়ায় বেতন পাননি আরিফুল।
এ কারণে সংসার, ঋণের চাপে অসুস্থ হয়ে পড়েন নয়ন। সেই কারণ দেখিয়ে সৌদি আরবের ভাড়া বাসায় গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করেন।
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলার ২নং ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, ঋণের চাপে আরিফুল আত্মহত্যা করেছেন।