চট্টগ্রামের বোয়ালখালীতে মো. হোসেন লেদু স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আয়োজিত আন্তঃজেলা বোয়ালখালী ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের শরীফ পাড়া মাঠে টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সাইফউদ্দীন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌর মেয়র জহুরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন,সিজেকেস সদস্য কাজী মোঃ জসিম উদ্দীন ও টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ আশরাফ মামুন প্রমুখ।
ফাইনাল খেলা প্রতিদন্ধিতা করেন নূর মোহাম্মদ স্মৃতি ও খান জুটি। ২-১ সেটে খান জুটি নুর মোহাম্মদ স্মৃতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
অনুষ্ঠানে বক্তারা মরহুম মোঃ হোসেন লেদুর স্মৃতি চারণ করেন এবং শেষে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।