৬৫০ টি সিসিটিভি ফুটেজ দেখে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানের ৬৫০ টি সিসিটিভি ফুটেজ দেখে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

শনিবার সকাল ১১ টার দিকে উপ-পুলিশ কমিশনার উত্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় চোর চক্রের কাছ থেকে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ সাজ্জাদ।

উপ পুলিশ কমিশনার মোখলেছুর রহমান বলেন, এই মোটরসাইকেল চোর চক্রটি দীর্ঘদিন থেকে নগরীর বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে কক্সবাজরের রামু এলাকায় চলে যায়। সেখানে তাদের চক্রের এক সদস্য মোটরসাইকেল মিস্ত্রি মোহাম্মদ ইউসুফের সহায়তায় গাড়ির বিভিন্ন পার্টস পরিবর্তন করে। এরপর তাদের আরেক সহযোগি জাহিদুল ইসলামের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়।

তিনি আরো বলেন, চোর চক্রটি বিশেষ করে পাঁচলাইশ থানার চট্টগ্রাম মেডিকেল, ২ নং গেইট, মুরাদপুর ও জিইসি এলাকায় চুরি করে থাকে। তাদের কাছে থাকা মাস্টার কী দিয়ে ৪৫ থেকে ১ মিনিটের মধ্যেই গাড়ি স্টার্ট দিয়ে নিয়ে যায়। চোর চক্রটিকে ধরতে পাঁচলাইশ থানার একটি চৌকস টিম দীর্ঘদিন থেকে কাজ করে। টিমের পুলিশ সদস্যরা ৬৫০ টি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।এসময় বিভিন্ন জায়গা থেকে চুরি করা ৭ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিএমপি উত্তর জোনের অতিরিক্ত পুলিশ উপপুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম, পাঁচলাইশ জোনের সহকারি পুলিশ কমিশনার ,ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন ওসি তদন্ত মো.সাদিকসহ পুলিশ কর্মকর্তারা।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram