দুনিয়াজুড়ে প্রেমিক যুগলের জন্য বিশেষ দিন ১৪ ফেব্রুয়ারী। ‘ভ্যালেন্টাইনস ডে’র এই দিনে পরস্পরের প্রতি বিশেষভাবে ভালোবাসা প্রকাশ করেন যুগলরা। তবে পৃথিবীর সব মানুষের যে প্রেমিক প্রেমিকা আছে তা নয়। দিনটিকে ঘিরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিঙ্গেল ঐক্য পরিষদ গঠন করেন প্রেম বঞ্চিত তরুণ-তরুণীরা। পুঁজিবাদী সমাজব্যবস্থায় কথিত এই প্রেমকে পুঁজিবাদী দাবী করে বঞ্চনার হাহাকার প্রদর্শন ও ক্ষোভ প্রকাশ করেন তারা। সেই ধারাবাহিকতায় সিঙ্গেল ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে চট্টগ্রামের পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়েও।
ভালোবাসা দিবসের একদিন আগে সোমবার নতুন কমিটি গঠন করে তারা। পরিষদের বিদায়ী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সাক্ষরিত নতুন কমিটিতে ইংরেজি বিভাগের ১৮ তম ব্যাচের আল আমিন হৃদয়কে সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের ২১ তম ব্যাচের মাসুমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নতুন কমিটিতে সবার মতামতের ভিত্তিতে আইন বিভাগের ১৬ তম ব্যাচের আরাফাতুল হককে জ্যেষ্ঠ সহ-সভাপতি করা হয়েছে। এছাড়াও সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের আকরামুল হক শামীম ও আসিফ, ইংরেজি বিভাগের সজিব, শাহিন ও মোবিন এবং টেক্সটাইল বিভাগের সুদীপ্তকে সহ-সভাপতি করা হয়েছে।
১১২ সদস্যের এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ত্রিফলি বিভাগের কাজিম উদ্দিন, ব্যবসায় প্রশাসন বিভাগের আতিশ ও তানভীরকে উপদেষ্টা করা হয়েছে।
আগামী এক বছরের জন্য অনুমোদিত এই পিসিআইইউ সিঙ্গেল ঐক্য পরিষদ আগামী ২০২৪ সালের ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করবে।
নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। আগামী এক বছরের জন্য তারা এই সিঙ্গেল ঐক্য পরিষদ বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল ছাত্রছাত্রীদের অধিকার আদায়ে কাজ করে যাবে জানান নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।