বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে হামলা: লিয়াকত চেয়ারম্যান গ্রেফতার

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের আলোচিত চেয়ারম্যান ২৪ মামলার আসামী লিয়াকত আলীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ।

এর আগে গত রাতে গন্ডামারায় ১৩২০ মেগাওয়াট এসএস পাওয়ার কয়লা বিদ্যুৎকেন্দ্র এলাকায় চেয়ারম্যান লিয়াকত ও তার বাহিনীর সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে বাঁশখালী থানার ওসিসহ ৬ জন পুলিশ, ঠিকাদার এবং শ্রমিকসহ অন্তত ১৩ জন আহত হয়।

এসময় চেয়ারম্যান ও তার বাহিনী বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জামবাহী ৩টি ট্রাক ভাঙচুর করে। এ ঘটনায় বাঁশখালী থানায় ৩টি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গন্ডামারায় র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নূর আহমেদ বলেন, ‘বাঁশখালী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত বাঁশখালী থানা থেকে আমাদের রিকুইজিশন দেওয়া হলে আমরা অভিযান চালিয়ে লিয়াকত আলীকে গ্রেপ্তার করি। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, বাঁশখালীর গন্ডামারায় কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে এ পর্যন্ত চেয়ারম্যান লিয়াকত আলী ও তার বাহিনী ১৮ বারেরও অধিক হামলা করেছে বলে এসএস পাওয়ারের কর্মকর্তারা জানান। এতে মোট ১৩ জন নিহত ও অনন্ত ৩ শতাধিক আহত হয়েছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram