নগরীর মাদার বাড়ী মুকুল মেলা ক্লাবের উদ্যোগে চতুর্থ বারের মতো আয়োজিত টেনিস ইন্টারন্যাশনাল ব্যবস্থাপনায় মহিউদ্দীন মামুন স্মৃতি দিবারাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সদরঘাট থানার মাদার বাড়ী মাঠে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ জুবায়ের।
এতে প্রধান অতিথি ছিলেন সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধো আলহাজ্ব জাহাঙ্গীর চৌধুরী।
মুকুল মেলা ক্লাবের সভাপতি আলী রায়হান বাপ্পার সভাপতিত্বে টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব রাজীব মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওর্য়াডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আলী বক্স, চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সোহেল সরওয়ার, আনোয়ারা তরুণ ক্রীড়া পরিষদের সভাপতি সাংবাদিক ইমরান এমি, আলো সিঁড়ি ক্লাবের সভাপতি নাহিদ মুরাদ মুন্না, মাদারবাড়ী ডেয়ারডেভিলস ক্রিকেট ক্লাবের সভাপতি আলী আজম, মুকুল মেলার সাবেক সভাপতি আব্দুল্লাহ ফারুক নোবেল, মন্জুুর আলম।
এতে উপস্থিত ছিলেন ইমন, ফারিয়াল, নিহাল, ফারহান, জাকির, প্রান্ত, শোভন, পাভেল, শিহাব।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন আলো সিঁড়ি ক্লাব বনাম রেডিমসন। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রেডিমসন।
৮ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩৯ রান টার্গেট প্রদান করেন। রেডিমসন ৩৯ রানের জয়ের লক্ষ্য মাত্রায় পৌঁছতে গেয়ে ১ উইকেট হারিয়ে ৭ উইকেটে জয়ে লক্ষ্যমাত্রায় পৌঁছে।