বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষা দেওয়া সেই রাফি পেল ৪.৩৩

পরীক্ষার দিন হটাৎ বাবার মৃত্যু। মৃত সেই বাবার মরদেহ বাড়িতে রেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল ঝালকাঠির সালমান রাফি।

আজ বুধবার প্রকাশিত এইচএসসি রেজাল্টে জিপিএ-৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছে সেই রাফি। সে ঝালকাঠি সরকারি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এইচএসসিতে অংশ নেয়।

গত বছরের ২১ নভেম্বর ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের কেওড়া গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম কুদ্দুস (৫০) হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। পরদিন রাফির এইচএসসি পরীক্ষার প্রথম দিন। বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য রাফি বাবার মরদেহ বাড়িতে রেখে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার মরদেহ দাফনে অংশ নেয়।

পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাফি বলেন, বাবার ইচ্ছা পূরণের জন্য আমি কাঁদতে কাঁদতে পরীক্ষা দেই। পরীক্ষার আগের দিনও বাবা আত্মীয়স্বজনদের সবাইকে ফোন করে আমার জন্য দোয়া চান। আজ বাবার কথা খুব বেশি মনে পড়ছে। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রস্ততি নিচ্ছি।

রাফির মা সুলতানা পারভিন বলেন, ‘দুছেলের মধ্যে রাফি সবার বড়। ওর বাবা একজন জনপ্রতিনিধি ছিলেন। সবাই তাকে সম্মান ও ভালবাসতেন। ছেলে লেখাপড়া শেষ করে বাবার স্বপ্ন পূরণ করুক, তার জন্য সবার কাছে দোয়া চাই।’

স্থানীয় ইউনিয়ণ পরিষদের (ইউপি) সদস্য হানিফ মিয়া বলেন, ‘রফির বাবা একজন ভাল মানুষ ছিলেন। ছেলেও বাবার আদর্শে বড় হচ্ছে। আমরা গ্রামবাসী এ পরিবারটির পাশে আছি। রাফির ভালো করায় এলাকাবাসী সবাই গর্বিত।’

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram