চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলনের নয় মাসে অবশেষে ৩২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলমকে সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সভাপতি মো. শাহজাহানকে জেলা কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির শূন্য পদ পূরণ করে আগামী ৪৫ দিনের মধ্যে কেন্দ্রের অনুমোদনের জন্য জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।